ধর্মঘটে ডাক

তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য জানিয়ে রেখেছেন, ধর্মঘটের বিষয়গুলির সঙ্গে তাঁরা একমত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৪:১৫
Share:

পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত কংগ্রেসের মিছিল।—নিজস্ব চিত্র

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে এবং সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নামল দক্ষিণ কলকাতার কংগ্রেস। পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত রবিবার মিছিলে শামিল হয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, তুলসী মুখোপাধ্যায়, যুব নেতা রোহন মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায়েরা। প্রদেশ কংগ্রেসের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপবাবু বলেন, ‘‘তৃণমূল যদি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হয়, তা হলে তাদের ৮ জানুয়ারির ধর্মঘটকে সমর্থন করা উচিত।’’ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য জানিয়ে রেখেছেন, ধর্মঘটের বিষয়গুলির সঙ্গে তাঁরা একমত। কিন্তু ‘বন্‌ধের বন্ধ্যা সংস্কৃতি’তে তাঁরা বিশ্বাস করেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement