Congress

শান্তি-সভায় বাধা, সরব কংগ্রেস

মোমবাতি জ্বালিয়ে ট্রায়াঙ্গুলার পার্কের কর্মসূচির পুলিশি অনুমতি মেলেনি বলে কংগ্রেসের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০২:০১
Share:

—ফাইল চিত্র।

করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে শান্তি-সভার অনুমতি পেল না কংগ্রেস। দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীদের আয়োজনে এবং দলীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে রবিবার ট্রায়াঙ্গুলার পার্কে দূরত্ব-বিধি মেনে ওই সভায় করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মৃতদেহ সৎকারে ‘অমানবিকতা’র যে সাম্প্রতিক ছবি দেখা গিয়েছে, তার প্রতিবাদেরও কথা ছিল। কিন্তু মোমবাতি জ্বালিয়ে ওই কর্মসূচির পুলিশি অনুমতি মেলেনি বলে কংগ্রেসের অভিযোগ। প্রদীপবাবু বলেন, ‘‘পুলিশের অমানবিক ব্যবহারে আমরা স্তম্ভিত! মৃতদের শ্রদ্ধা জানিয়ে শান্তি-কামনা করা যাবে না? শীঘ্রই আমরা আবার কর্মসূচি নেব।’’ পুলিশের তরফে অবশ্য এই বিষয়ে কিছু বলা হয়নি। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী এ দিনই বহরমপুরে বলেছেন, ‘‘এক দিকে করোনায় মৃতের তালিকা গোপন করার চেষ্টা হচ্ছে। অন্য দিকে, মর্গ থেকে দেহ বার করে নিয়ে যাওয়া হচ্ছে। এত দিন কেন দেহ নিয়ে যাওয়া হয়নি? চোখের সামনে আমরা মধ্যযুগীয় বর্বরতা দেখছি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement