One Nation One Vote

ছ’দশক আগে হয়েছিল শেষ বার, মোদী সরকারের ‘এক দেশ, এক ভোট’ আসলে কী, বিরোধীরা কী বলছেন?

এক দেশ, এক ভোট নীতি চালু করতে চায় কেন্দ্রের মোদী সরকার। রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে সিলমোহর পড়েছে মন্ত্রিসভার বৈঠকে। এ বার তা যাবে সংসদে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৭
Share:
Advertisement

মোদী মন্ত্রিসভার সিলমোহর পেয়ে গিয়েছে এক দেশ, এক ভোট। এই নীতি কার্যকর হলে গোটা দেশে লোকসভা এবং বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে এক সঙ্গে। সেই ভোট শেষ হওয়ার ১০০ দিনের মধ্যে করে ফেলতে হবে পঞ্চায়েত এবং পুরসভা ভোটও। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এই সংক্রান্ত যে সুপারিশ সরকারের হাতে তুলে দিয়েছিল, গত বুধবার তা পাস হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এ বার মোদী সরকার বিল আকারে তা পেশ করবে সংসদে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement