ফাইল চিত্র।
বাংলার দুই ইস্পাত কারখানায় কাঁচামাল সরবরাহকারী আরএমডি বিভাগ রাজ্য থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাতিল করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। দুর্গাপুরের ডিএসপি এবং বার্নপুরের ইস্কো কারখানার বেঁচে থাকার স্বার্থে আরএমডি এই রাজ্যেই থাকা দরকার বলে সওয়াল করেছেন প্রদীপবাবু। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তাঁর আশঙ্কা, এ রাজ্য থেকে আরএমডি সরিয়ে নিলে ডিএসপি এবং ইস্কো-র কাঁচামালে টান পড়বে, তাতে উৎপাদন ব্যাহত হবে। রাষ্ট্রায়ত্ত ইস্পাত ক্ষেত্র এবং দেশীয় উদ্যোগের স্বার্থ মাথায় রেখে আরএমডি বন্ধ করার পরিকল্পনা বাতিল করার দাবি তুলেছেন সাংসদ। রাজ্যের দুই ইস্পাত কারখানার ধাপে ধাপে বেসরকারিকরণের পরিকল্পনা আটকাতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।