ছবি এপি
করোনা মোকাবিলায় জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে শ্রম, ভূমি ও পরিবেশ আইনে দেদার পরিবর্তন আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলার নামে বিভিন্ন রাজ্য যে ভাবে শ্রম, ভূমি ও পরিবেশ সংক্রান্ত আইন শিথিল করতে চাইছে, তার পরিণতি হবে মারাত্মক। ফ্যাক্টরি আইন, শিল্প-বিরোধ আইন, ঠিকা শ্রমিক আইন— এ রকম একাধিক আইনে পরিবর্তন এনে সাধারণ মানুষকে বিপাকে ফেলা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদন, রাজ্য সরকারগুলিকে এই পথ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক। প্রদীপবাবুর কথায়, ‘‘করোনা পরিস্থিতিতে কোনও দেশই তার শ্রমিকদের প্রতি এতটা নির্মম হয়নি!’’