মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। নিজস্ব চিত্র।
কিডনি পাচার চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ। বৃহস্পতিবার এই চিঠিটি পাঠিয়েছেন অসমের কালিয়াবোরে কংগ্রেস সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে অসমের বিভিন্ন জেলায় মানব অঙ্গ পাচার চক্র সক্রিয় হয়েছে। গ্রামবাসীদের বয়ান অনুযায়ী, গ্রামের গরিব মানুষদের মূলত টার্গেট করেছে ওই পাচারচক্রটি। ৩-৪ লক্ষ টাকার বিনিময়ে তাদের কিডনি নিয়ে নেওয়া হচ্ছে।’
সেইসব পাচারকারীদের সূত্র কলকাতায় মিলেছে বলেও ওই চিঠিতে দাবি করেছেন গৌরব। এই পাচার চক্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি। রাজ্যের পুলিশ প্রশাসনকে ওই পাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন চিঠিতে। অতিমারি পরিস্থিতিতে গরিব মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে। এমন সময়ে মানব অঙ্গ পাচারকারীদের আক্রমণ থেকে গরিব মানুষদের বাঁচাতে মমতার প্রশাসনকে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন অসমের কংগ্রেস সাংসদ।