কৃষ্ণনাথ কলেজে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়া হবে। ছবি: সংগৃহীত।
রাজা কৃষ্ণনাথের নামে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার দাবিতে ফের বিধানসভায় সরব হলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। বিধানসভায় মঙ্গলবার অধিবেশনের প্রথমার্ধে উল্লেখ পর্বে মনোজবাবু বলেন, ‘‘বহরমপুরের কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি বাম জমানা থেকেই ছিল। শেষ পর্যন্ত বিধানসভার গত অধিবেশনে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বিল আসে। আমরা সংশোধনী দিয়ে বলেছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক রাজা কৃষ্ণনাথ ইউনিভার্সিটি অফ মুর্শিদাবাদ অথবা মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ ইউনিভার্সিটি। আজ আবার সেই দাবি জানাচ্ছি।’’ মনোজবাবুর বক্তব্য, রাজা কৃষ্ণনাথের সম্পত্তিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হয়েছিল। তাই তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ না হলে অন্যায় হবে। মনোজবাবু পরে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিষয়টা তিনি দেখবেন।’’