Abdul Mannan

‘নিজের আগুনেই ছাই হবে তৃণমূল’, ‘ধর্মনিরপেক্ষ’ শুভেন্দুকে শুভেচ্ছা মান্নানের

মান্নান জানান, শুভেন্দু সফল ভাবে নেতৃত্ব দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে স্বৈরাচার মুক্ত করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২১:৩৭
Share:

আব্দুল মান্নান— নিজস্ব চিত্র।

যে আগুন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে শেষ করার চেষ্টা করেছেন, সেই আগুনে এ বার নিজে পুড়ে ছাই হয়ে যাবেন। বুধবার এই ভাষায় তৃণমূল নেত্রীকে নিশানা করলেন কংগ্রেস বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। পাশাপাশি, শুভেচ্ছা জানালেন সদ্য পদত্যাগী তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে।

Advertisement

মান্নান বুধাবার বলেন, ‘‘বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের ভূত দেখিয়েছিল, আমার দৃঢ় বিশ্বাস সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে শুভেন্দু অধিকারী। ওর যাত্রাপথ শুভ হোক। ওর ধর্ম নিরপেক্ষ নীতি-আদর্শের প্রতি আমি শ্রদ্ধাশীল। সফল ভাবে নেতৃত্ব দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে স্বৈরাচার মুক্ত করবে।’’

মমতাকে খোঁচা দিয়ে মান্নান বলেন, ‘‘আরএসএস-কে তো তৃণমূল নেত্রী নিয়ে এসেছেন। অটলবিহারী বাজপেয়ীর সময় ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। তখন মনে ছিলো না। বয়স কম ছিলো বলে। এখন জ্ঞান হয়েছে। বাবরি মসজিদ ভাঙার সময় বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছেন। গোধরার পরে মোদীকে ফুলের তোড়া পাঠিয়েছেন। তখন মনে ছিলো না। তখন নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিলো কংগ্রেস মুক্ত ভারত আর এখানে বাম এবং কংগ্রেসকে খতম করো।’’

Advertisement

দল ভাঙানো প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে মান্নানের মন্তব্য, ‘‘২০১৬ সালে ক্ষমতায় আসার পর আমাদের কত বিধায়ককে ভাঙিয়েছে। আজকে সকলে বলছে, বাচ্চা ছেলেরা বলছে, ‘দেখ দিদি কেমন লাগে’। আমাদের বিধায়ক ওদের দলের জেলা সভাপতি হচ্ছে। এখন আর্তনাদ করে কী হবে! মমতার আর্তনাদে মানুষ উল্লসিত হচ্ছে। ভাইপো কোটি কোটি টাকা করেছে। এই স্বৈরাচারী শাসনে মানুষ বিরক্ত। প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরও পোড়ে। এখন ‘এ টিম-বি টিমের লড়াই চলছে’ বলেও কটাক্ষ করেন মান্নান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গণতান্ত্রিক শিষ্টাচার না মানারও অভিযোগ তোলেন হুগলির কংগ্রেস বিধায়ক। বলেন, ‘‘বিরোধী দলনেতার সঙ্গে কখনও, কোনও আলোচনা করেছেন কেউ দেখেছেন? বিরোধী দলের মর্যাদা পর্যন্ত দেননি এত স্বৈরাচারী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement