নিজস্ব চিত্র।
মাস পড়লেই শুরু হচ্ছে পরীক্ষার মরসুম। ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক। তার পরে উচ্চমাধ্যমিক-সহ অন্যান্য বোর্ডের পরীক্ষাও শুরু। তার আগে পড়ুয়াদের বুদ্ধির পরীক্ষায় অল বেঙ্গল ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট-এর আয়োজন করেছিল উত্তর কলকাতার শতাবর্ষে পা দেওয়া স্কুল দ্য পার্ক ইনস্টিটিউশন।
চলতি মাসের ১৮ ও ১৯ তারিখ দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণেই। মোট ৮০টি স্কুলের ২৮১ জন পড়ুয়া অংশ নেয় তাতে।
স্কুলের প্রাক্তনী শ্যামল দত্ত দাবা প্রতিযোগিতায় রাজ্য স্তরের বিজেতা। তাঁর হাত ধরে ১৯৯২ থেকে স্কুল প্রাঙ্গণেই চলে ক্যালকাটা চেস অ্যাকাডেমি। রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা দাবার প্রশিক্ষণ নিয়ে থাকে সেখানে।
এ বারের এই প্রতিযোগিতা আয়োজিত হয় চারটি বিভাগে। প্রতিটি বিভাগে সাত থেকে ১৮ বছরের বয়সী পড়ুয়ারা অংশ নেয়। শ্যামল বলেন, ‘‘দাবা একটি প্রাচীন খেলা। যা চিন্তাশক্তি বাড়ায় এবং মনোসংযোগেরও বৃদ্ধি ঘটায়।’’
এ বছর অল বেঙ্গল ইন্টার স্কুল চেস টুর্নামেন্ট-এ জয়ী হয়েছে সাউথ পয়েন্ট এবং স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। দ্য পার্ক ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘ আমরা পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর দিকেও সব সময়ে উৎসাহ দিয়ে থাকি। দাবা খেলা আমাদের মস্তিস্কের যে দু’টি অংশ (যুক্তিবাদী ও স্মরণশক্তি) রয়েছে, তার বৃদ্ধি ঘটায়। পরীক্ষার আগে এই ধরনের প্রতিযোগিতা বাচ্চাদের মনোসংযোগ বৃদ্ধিতে বিশেষ ভাবে সাহায্য করবে।’’