চাকরি-প্রার্থীদের সঙ্গে বিজয়া সারতে কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।
পুজোর সময়ে ময়দান চত্বরে চাকরি-প্রার্থীদের ধর্না-মঞ্চে গিয়েছিলেন সিপিএম ও দলের যুব সংগঠনের নেতারা। এ বার মেধা-তালিকায় থাকা যোগ্য প্রার্থীদের বিজয়ার মিষ্টিমুখ করালেন প্রদেশ কংগ্রেস নেতারা। গান্ধী মূর্তির নীচে এসএলএসটি-র নবম থেকে দ্বাদশ শ্রেণিতে মেধা-তালিকায় নাম থাকা প্রার্থীদের ধর্না ৯৫৫ দিনে পড়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বার্তা নিয়ে বুধবার ওই চাকরি-প্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এবং সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য। কংগ্রেস নেতা সৌম্য বলেন, ‘‘অযোগ্য এবং চাকরি বাতিল হয়ে যাওয়া লোকজনের জন্য সুপার নিউম্যারিক পোস্ট তৈরি করে তার জন্য বাংলার মানুষের করের টাকায় আদালতে ছুটছে রাজ্য সরকার। কিন্তু যোগ্য চাকরি-প্রার্থীদের এত দিন ধরে চলা আন্দোলন তাঁদের চোখে পড়ছে না!’’ আন্দোলনকারীদের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন আশুতোষেরা।