Panchayat Election 2023

সুষ্ঠু পঞ্চায়েত ভোটের দাবি, কমিশনে কংগ্রেস

রাজ্য নির্বাচন কমিশনের দফতরে সোমবার ২২ দফা দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে গিয়েছিলেন নেপাল মাহাতো, অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ, কৌস্তভ বাগচী, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন পাল প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ০৮:১২
Share:

রাজ্য নির্বাচন কমিশনে কংগ্রেসের প্রতিনিধিদল। নিজস্ব চিত্র।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। কমিশনের কাছে তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ঠিক সময়ে পঞ্চায়েত ভোট করতে হবে। মহকুমা শাসক এবং বিডিও দফতরে মনোনয়নের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা এবং ই-মেল, হোয়াটসঅ্যাপে মনোনয়ন জমা করার সুযোগ দেওয়ার পাশাপাশি কংগ্রেস দাবি করেছে, গণনা-কেন্দ্রে ভোট গণনার প্রক্রিয়া ভিডিয়ো স্ট্রিমিং করার নির্দেশ দিক কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে সোমবার ২২ দফা দাবি নিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে গিয়েছিলেন নেপাল মাহাতো, অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ, কৌস্তভ বাগচী, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন পাল প্রমুখ। তাঁদের দাবি, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement