Congress

সম্মেলনে পঞ্চায়েতের প্রস্তুতি কংগ্রেসের

শুভঙ্কর বলেন, দুর্নীতির ছবি রাজ্যের সর্বত্র এখন মানুষ দেখছেন। কিন্তু বিরোধী দলকে প্রতিবাদের পাশাপাশি বিকল্পের কথাও বলতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ০৬:৫৮
Share:

উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের (শহর) পঞ্চায়েত রাজ সম্মেলন। নোয়াপাড়ায়। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটের প্রস্তুতির জন্য জেলায় জেলায় সম্মেলন শুরু করেছে কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের (শহর) আয়োজনে রবিবার নোয়াপাড়ার শিউলি-মোহনপুরে পঞ্চায়েত রাজ সম্মেলন থেকে ডাক দেওয়া হল সংগঠনকে শক্তিশালী করার। সম্মেলনে জেলা কংগ্রেস (শহর) সভাপতি তাপস মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতো, শুভঙ্কর সরকার, সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়, তপন আগরওয়াল, শাহিনা জাভেদ প্রমুখ। নেপালের পরামর্শ, পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কংগ্রেসকে নামতে হবে। ব্যারাকপুর-১ ও ২ ব্লকের প্রতি আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন জেলার নেতারাও। শুভঙ্কর বলেন, দুর্নীতির ছবি রাজ্যের সর্বত্র এখন মানুষ দেখছেন। কিন্তু বিরোধী দলকে প্রতিবাদের পাশাপাশি বিকল্পের কথাও বলতে হবে। অন্য দিকে, রায়গঞ্জে এ দিনই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহে কলকাতার শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় সমাবেশ করতে চান তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement