Mominpur

শান্তি ও শাস্তির দাবি কংগ্রেসের

ডিসি (বন্দর) জ়াফর কিদোয়াইয়ের দফতরে মঙ্গলবার এই মর্মে দাবিপত্র জমা দেওয়া হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ০৬:৪৬
Share:

ডিসি (বন্দর)-এর দফতরে কংগ্রেসের প্রতিনিধিদল। নিজস্ব চিত্র।

মোমিনপুর এলাকায় শান্তি বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাল কংগ্রেস। ডিসি (বন্দর) জ়াফর কিদোয়াইয়ের দফতরে মঙ্গলবার এই মর্মে দাবিপত্র জমা দেওয়া হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, জি বি গুঞ্জা, আকিব গুলজ়ারদের দাবি, মোমিনপুরের কিছু এলাকায় অশান্তির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক রং না দেখে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মহিলা, বৃদ্ধ-সহ যাঁরা নিরাপত্তার অভাবে ভুগছেন, তাঁদের শান্তিতে থাকার ব্যবস্থা করার দাবিও তুলেছেন কংগ্রেস নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement