Congress

ওয়াকফ সম্পত্তি নিয়ে সরব কংগ্রেস

রাজ্য জুড়ে ওয়াকফের জমি ও অন্যান্য সম্পত্তি বেআইনি ভাবে হস্তান্তরের অভিযোগ এনে বুধবার ওয়াকফ বোর্ডের সামনে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল দিনভর অবস্থানের ডাক দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৬:৫০
Share:

ওয়াকফ বোর্ডের দফতর চত্বরে সামনে কংগ্রেসের অবস্থান। নিজস্ব চিত্র।

রাজ্যে ওয়াকফ সম্পত্তির বিষয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলল কংগ্রেস। রাজ্য জুড়ে ওয়াকফের জমি ও অন্যান্য সম্পত্তি বেআইনি ভাবে হস্তান্তরের অভিযোগ এনে বুধবার ওয়াকফ বোর্ডের সামনে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল দিনভর অবস্থানের ডাক দিয়েছিল। সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শামিম আখতারের দাবি, বহু জায়গায় ওয়াকফের সম্পত্তি প্রোমোটার-রাজের হাতে চলে যাওয়ার অভিযোগ আসছে। রাজ্য সরকার এই বিষয়ে ওয়েবসাইটে যাবতীয় তথ্য প্রকাশ করুক। অবস্থান কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অসিত মিত্র, শুভঙ্কর সরকার, কৃষ্ণা দেবনাথ, শাদাব খান, শাদাব সিদ্দিকী, মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল প্রমুখ। শুভঙ্কর বলেন, ‘‘রাজ্যের প্রায় ৩০% সংখ্যালঘুকে বাদ দিয়ে ৭০% হিন্দু ভোটের মেরুকরণ করার চেষ্টা করছে বিজেপি। তাদের হাত থেকে বাঁচার জন্যই সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু ভেবে দেখতে হবে, বাংলায় তৃণমূলের জমানায় আরএসএসের শাখা এত বেড়েছে কেন? ইমাম-ভাতা দেওয়া কি কোনও সমাধান? সংখ্যালঘুদের আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা কোথায়?’’ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য পাল্টা বলেছেন, ‘‘যে সব রাজ্যে বিজেপি-বিরোধী লড়াইয়ে ফাঁকা মাঠ পড়ে আছে, সেখানে এ সব কথা বলতে পারে! এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আছেন। তাই ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়ার রাজনীতি করার দরকার নেই!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement