Congress

ইউনানি-‘কর্তা’কে নিয়ে তদন্তের দাবি

ইমতিয়াজ়ের রাজনৈতিক যোগসূত্র নিয়ে সরব হয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৮:০৩
Share:

প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। —ফাইল ছবি।

ভুয়ো ইউনানি চিকিৎসক চক্রের ‘মূল মাথা’, এই অভিযোগে ইমতিয়াজ় হুসেন নামে এক জনকে গ্রেফতার করেছে এন্টালি থানা। এই ঘটনাকে সামনে রেখে ইমতিয়াজ়ের রাজনৈতিক যোগসূত্র নিয়ে সরব হয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ সভাপতির দাবি, “তাঁর ক্ষমতাসীন মহলের সঙ্গে ভাল রকম যোগাযোগ ছিল এবং তাই তিনি তাঁর রাজনৈতিক কর্তাদের দ্বারা সুরক্ষিতও ছিলেন। তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, চিকিৎসার মতো ক্ষেত্রকে অনৈতিক ভাবে ব্যবহার করার মতো যে অভিযোগ উঠেছে, তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।” পুলিশ সূত্রের খবর, , ইউনানি স্টেট কাউন্সিলের করণিক হিসেবে কাজ শুরু করলেও পরে ইমতিয়াজই কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হন! তখন থেকেই তিনি টাকার বিনিময়ে ‘জাল’ শংসাপত্র বিক্রি করতেন বলে অভিযোগ। এ বিষয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। তাতে প্রধান বিচারপতি টিএস শিবগণনম স্বাস্থ্য দফতরকে ইমতিয়াজ়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement