Congress

কংগ্রেসের দাবি, বিক্ষোভ পথেও

পেট্রো-পণ্যকে জিএসটি-র আওতায় আনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ০৬:০৩
Share:

কংগ্রেসের বিক্ষোভ তারাতলায় নিজস্ব চিত্র।

অবিলম্বে জিএসটি-র আওতায় এনে পেট্রল, ডিজ়েলের দাম কমানোর দাবি তুলল কংগ্রেস। পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নেমে তাদের বিক্ষোভও অব্যাহত। জ্বালানির দাম প্রতিদিন যে ভাবে বেড়ে চলেছে, তার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিরোদী দলনেতা আব্দুল মান্নান ও প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়— কংগ্রেসের এই তিন বর্যীয়ান নেতা মঙ্গলবার বিবৃতি দিয়ে দাবি করেছেন, কেন্দ্রকে যেমন পদক্ষেপ করতে হবে, তেমনই রাজ্যও তার করের ভাগে ছাড় দিয়ে মানুষের সুরাহার ব্যবস্থা করুক। পেট্রো-পণ্যকে জিএসটি-র আওতায় আনার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাছে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। জ্বালানির দামের প্রতিবাদে এ দিন তারাতলা মোড়ে মহিলা কংগ্রেসের ডাকে কড়া, বাসন, সব্জি, তেল নিয়ে বিক্ষোভে নেমেছিলেন দলের কর্মীরা। সেখানে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম্য আইচ রায়েরা। যদুবাবুর বাজারে ঠেলাগাড়িতে স্কুটার চাপিয়ে বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement