পেট্রল, রান্নার গ্যাস, ওষুধ - সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কংগ্রেসের ডাকে। ভবানীপুরে।
অতিরিক্ত শুল্কে ছাড় দিয়ে পেট্রল ও ডিজ়েলের দাম কিছুটা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস এবং সেই সঙ্গে ওযুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দামের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখল কংগ্রেস। ভবানীপুরে যদুবাবুর বাজারের সামনে রবিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচি ছিল। বাজারের বাইরে কয়লার উনুনে রান্না করে প্রতিবাদ জানান মহিলারা। কিছু ক্ষণের জন্য পথ অবরোধও হয়। বাজারের ভিতরে প্রতিবাদ মিছিল হয় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এ দিন বহরমপুরে কেন্দ্রকে কটাক্ষ করেছেন। তাঁর মন্তব্য, “নির্বাচনের কারণে ১৩৭ দিন তেলের দাম বাড়েনি। নির্বাচন মিটে যেতেই ১৪ বার দাম বাড়ানো হয়েছে। এত দিন কামানোর পরে এখন বলছে দাম কমাচ্ছি। এটা কেন্দ্র সরকারের একটা ভাঁওতা! ক্ষতে ব্যান্ডেড দিয়েছে মাত্র!” তবে কেন্দ্র যত টুকু কমিয়েছে, তার পরে রাজ্য সরকার আরও কিছুটা দাম কমাতে পারত বলে মনে করেন প্রদেশ সভাপতি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেন, ‘‘পেট্রলের দাম ১১৫ টাকা থেকে কমে ১০৬ টাকা হল, এটা কিন্তু নয়। গত এক-দেড় বছরে ৮৪ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছিল, সেখান থেকে এখন ১০৬ হল! তবু মন্দের ভাল। তেল, গ্যাস, কেরোসিন থেকে কেন্দ্র লুট করছে। আমাদের দাবি, মোদী সরকারের জমানায় কেন্দ্র যত টাকা কর বাড়িয়েছে, ততটাই কমাতে হবে। আর মানুষকে স্বস্তি দিতে রাজ্যকেও দাম কমাতে হবে।’’