Congress

‘ভারত জোড়ো যাত্রা’ উত্তর ২৪ পরগনায়, সাড়ায় খুশি কংগ্রেস

দমদম চিড়িয়া মোড় থেকে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা পর্বের পদযাত্রার সূচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ০৬:১২
Share:

দমদম থেকে মধ্যমগ্রামের পথে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। নিজস্ব চিত্র।

কলকাতা হয়ে প্রদেশ কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ এ বার ঢুকল উত্তর ২৪ পরগনায়। পাহাড় থেকে সাগর এই পদযাত্রায় এ বার সমর্থন জানাতে হাজির হয়েছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়।

Advertisement

দমদম চিড়িয়া মোড় থেকে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা পর্বের পদযাত্রার সূচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছিলেন ‘ভারত জোড়ো যাত্রা’র সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, উত্তর ২৪ পরগনা জেলা (শহরাঞ্চল) সভাপতি তাপস মুজমদারও। অধীরবাবু ও প্রদীপবাবু, দু’জনেরই বক্তব্য, দলের সাংগঠনিক শক্তি আহামরি কিছু না থাকা সত্ত্বেও এই পদযাত্রা ঘিরে কর্মী-সমর্থকদের উৎসাহ প্রবল। কংগ্রেসের দৃশ্যমানতায় এই পদযাত্রা সহায়তা করছে।

‘ভারত জোড়ো যাত্রা’ র মঞ্চে শামিল প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

এই কর্মসূচির মাধ্যমে তাঁরা বিজেপির আমলে বেহাল অর্থনীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও সাম্প্রদায়িক বিভাজন এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসের জমানায় দুর্নীতির প্রতিবাদ করছেন, ফের বলেছেন অধীরবাবু। দমদম থেকে মধ্যমগ্রাম বি টি কলেজ মোড় পর্যন্ত এ দিনের পদযাত্রায় শামিল হয়েছিলেন কংগ্রেসের যুব, মহিলা ও ছাত্র সংগঠনের তিন প্রধান আজ়হার মল্লিক, সুব্রতা দত্ত, ও সৌরভ প্রসাদ, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য, সম্পাদক নিলয় প্রামাণিকেরা। মধ্যমগ্রাম থেকে শুরু হয়ে আজ, বুধবার পদযাত্রা হওয়ার কথা আমডাঙা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement