Dengue

ডেঙ্গিতে মশারি-বিক্ষোভ, পাল্টা কটাক্ষ তৃণমূলেরও

ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সোমবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ভবানীপুরে যদুবাবুর বাজারের মোড়ে মশারির মধ্যে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৬
Share:

কংগ্রেসের মশারি-বিক্ষোভ। ভবানীপুরে। —নিজস্ব চিত্র।

ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকার ও কলকাতা পুরসভার ব্যর্থতার অভিযোগে বিরোধী বিক্ষোভ অব্যাহত। আর ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভা ও স্বাস্থ্য দফতরকে দরাজ সকার্টিফিকেট দিচ্ছে তৃণমূল কংগ্রেস। উল্টে এ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘মানুষের মধ্যে যতটা সহজ, মশার মধ্যে জন্ম নিয়ন্ত্রণের প্রচার তত সহজ কাজ নয়!’’

Advertisement

ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সোমবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ভবানীপুরে যদুবাবুর বাজারের মোড়ে মশারির মধ্যে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। বিক্ষোভে শামিল হয়েছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়, জ়াহিদ হোসেন, প্রদেশ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়, তপন আগরওয়াল প্রমুখ। কংগ্রেসের দাবি, সরকারি হাসপাতালে ডেঙ্গি রোগীর ভর্তি নিশ্চিত করতে হবে, ছোট-বড় সব বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ডেঙ্গি রোগীর চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিনই বহরমপুরে অভিযোগ করেছেন, ‘‘মুখ্যমন্ত্রী স্পেন সফর নিয়ে ব্যস্ত ছিলেন, ডেঙ্গি নিয়ে আগে ভাবার সময় পাননি!’’ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উলুবেড়িয়া পুরসভা এলাকার যদুরবেড়িয়ায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, ‘‘রাজ্যের মানুষ ডেঙ্গি পরীক্ষা করতে পারছে না রক্তের কিটের অভাবে। আর মুখ্যমন্ত্রী ও ভাইপো কোটি কোটি টাকা খরচ করে বিদেশ যাচ্ছে।’’ তৃণমূলের তরফে কুণালের অবশ্য পাল্টা দাবি, ‘‘সরকারের মতো সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। বাড়িতে, বাগানে, ছাদে যাতে জল জমে না থাকে, তা সাধারণ মানুষকেই নিশ্চিত করতে হবে। প্রশাসনের পক্ষে সর্বত্র খুঁজে দেখা সম্ভব নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement