Elelctricity Bill

বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিক্ষোভ

তিন মাসের বিল মকুব, বিদ্যুৎ মাসুল কমানোর পাশাপাশি তাঁরা দাবি করেছেন, জনজীবনে নিরাপত্তা ও পরিষেবা সুরক্ষিত রাখার স্বার্থে মাটির উপরে বিদ্যুতের খুঁটি ও তার রাখা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০৩:৫৫
Share:

বিদ্যুত্ বিল মকুবের দাবিতে দক্ষিণ কলকাতায় বিক্ষোভ। নিজস্ব চিত্র।

করোনা, লকডাউন ও প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিদ্যুৎ বিল আপাতত মকুব করার দাবিতে বিক্ষোভে নামল কংগ্রেস। তিন মাসের বিল মকুব এবং টাকা নেওয়া হয়ে গেলে তা ফেরত দেওয়ার দাবিতে সোমবার কলকাতা-সহ রাজ্যের নানা জায়গায় বিদ্যুৎ প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেছে তারা। ম্য্যান্ডেভিলা গার্ডেন্স এবং তারাতলায় সিইএসসি দফতরের সামনে বিক্ষোভ হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। তিন মাসের বিল মকুব, বিদ্যুৎ মাসুল কমানোর পাশাপাশি তাঁরা দাবি করেছেন, জনজীবনে নিরাপত্তা ও পরিষেবা সুরক্ষিত রাখার স্বার্থে মাটির উপরে বিদ্যুতের খুঁটি ও তার রাখা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement