মোহন ভাগবতের মন্তব্যের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। রাজাবাজারে। —নিজস্ব চিত্র।
অযোধ্যায় রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন, অর্থাৎ ২২ জানুয়ারি ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত যে মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রাজাবাজার মোড়ে ওই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন মধ্য কলকাতা জেলা সভাপতি সুমন পাল এবং ওই সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। ইন্দোরের একটি জনসভায় ভাগবতের ওই মন্তব্যের পরেই সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য বিরোধীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ দিনও বলেছেন, ‘‘বাংলাদেশে জামাত ১৯৭১-এর স্বাধীনতা মানতে চায় না, কারণ তারা ওই সময়ে অন্য পক্ষে ছিল। এখানে আরএসএসও ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ছিল না। ইতিহাস বিকৃতির পরে তারা এখন নতুন ইতিহাস রচনায় মন দিয়েছে!’’ যদিও বিতর্কের মুখে সঙ্ঘের দাবি ছিল, ভাগবতের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। দিনটিকে প্রত্যেক দেশবাসীর আত্মজাগরণের দিন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন সঙ্ঘ প্রধান।