দক্ষিণ কলকাতায় কংগ্রেস এর প্রতিবাদ।—নিজস্ব চিত্র।
প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতির মতো লকডাউনে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজও আসলে কেন্দ্রীয় সরকারের ‘ভাঁওতা’, এই অভিযোগে দূরত্বের নীতি মেনেই টালিগঞ্জ ফাঁড়িতে বৃহস্পতিবার প্রতিবাদে নামল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। লোকসভা ভোটের আগে কংগ্রেসের ঘোষিত ‘ন্যায়’ প্রকল্প রূপায়ণ বা ইউপিএ-র চালু করা ১০০ দিনের কাজের প্রকল্পের পরিধি বাড়াতে পারলে সমস্যার সমাধান হত বলে তাদের দাবি। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘গরিব মানুষের হাতে টাকার জোগানের ব্যবস্থা করলে পারলে তবেই অর্থনীতি চাঙ্গা হত। তা না করে কেন্দ্র ফের ‘জুমলা’র পথে হাঁটছে।’’