Congress

‘নিগ্রহ’, থানায় ক্ষোভ কংগ্রেসের

কংগ্রেসের তরফে ওসি-র কাছে ওই মহিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তিনি যাতে কোনও মানসিক চাপের সম্মুখীন না হন, তা-ও দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৫:৫৭
Share:

কংগ্রেসের বিক্ষোভ । পার্ক স্ট্রিটে। —নিজস্ব চিত্র।

এক মহিলাকে থানার ভিতরেই যৌন ‘নিগ্রহের’ অভিযোগ উঠেছে এক পুলিশ-কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার পার্ক স্ট্রিট থানার সামনে মধ্য ও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস বিক্ষোভ দেখাল। ছিলেন দলের দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল, কংগ্রেস নেতা জ়াহিদ হোসেন, আকিব গুলজার, সৌকত আলি সিদ্দিকীরা।

Advertisement

কংগ্রেসের তরফে ওসি-র কাছে ওই মহিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তিনি যাতে কোনও মানসিক চাপের সম্মুখীন না হন, তা-ও দেখার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁকে ‘ক্লোজ়’ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপের বক্তব্য, ‘‘নারী নিগ্রহ এখন ব্যাধিতে পরিণত হয়েছে। বাংলায় রক্ষকই এখন ভক্ষক!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement