Congress Protest

ব্যালট ফেরানোর দাবি নিয়ে বিক্ষোভে কংগ্রেস

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে দাবিপত্রও দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৫:১২
Share:

নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নির্বাচনে বৈদ্যুতিন ভোট-যন্ত্রের (ইভিএম) বদলে ব্যালট ফেরানোর দাবিতে সরব হয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সূত্র ধরে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরের সামনেও বিক্ষোভ দেখাল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে দাবিপত্রও দেওয়া হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশনে কংগ্রেসের দাবিপত্র জমা। —নিজস্ব চিত্র।

বিবাদী বাগে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভের পরে সিইও-র কাছে দাবি জানাতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর, দলের নেতা অমিতাভ চক্রবর্তী, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, সন্তোষ পাঠক প্রমুখ। সদ্যসমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ করে আগেই সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ব্যালটের পক্ষে সওয়াল করেছিলেন। প্রদেশ কংগ্রেসও এ দিন মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে ফের দাবি করেছে, প্রাথমিক হিসেব এবং গণনার আগে ভোটদানের চূড়ান্ত হিসেবের মধ্যে প্রায় ৭৬ লক্ষ ভোটের ফারাক দেখা গিয়েছিল। কংগ্রেস নেতৃত্বের আরও বক্তব্য, ইংল্যান্ড, আমেরিকা, জার্মানির মতো দেশও ব্যালটেই ভরসা রেখেছে। সেই সঙ্গে ভোটের সময়ে রাজ্যের ক্ষমতাসীন দলের প্রতি নির্বাচন কমিশনের নির্ভরতা, ভোটার তালিকায় ত্রুটি-সহ আরও কয়েকটি অভিযোগ নিয়েও সরব হয়েছেন প্রদেশ নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement