Congress

রাহুল সম্পর্কে মন্তব্য, বিক্ষোভ

কেউ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জিভ কেটে নিলে তাঁকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৮
Share:

বিক্ষোভ কংগ্রেসের। —নিজস্ব চিত্র।

কেউ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জিভ কেটে নিলে তাঁকে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়! এই মন্তব্যকে তীব্র ধিক্কার জানিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের কাছে এন্টালিতে সিআইটি রোডের মোড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, মহারাষ্ট্রের বিজেপি ও শিবসেনা সরকারকে ওই বিধায়ককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিক্ষোভে ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল, সৌরভ প্রসাদ, শাহিন সিদ্দিকী প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement