Congress Agitation

পুলিশ নিয়ে প্রশ্ন, বিক্ষোভ ভবানী ভবনে পুলিশ নিয়ে প্রশ্ন, বিক্ষোভ ভবানী ভবনে

দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার রাজ্য পুলিশের প্রধান দফতর ভবানী ভবনে বিক্ষোভ দেখালেন দলের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৫১
Share:

ভবানী ভবনের কাছে কংগ্রেসের বিক্ষোভ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতির অভিযোগে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার রাজ্য পুলিশের প্রধান দফতর ভবানী ভবনে বিক্ষোভ দেখালেন দলের নেতা-কর্মীরা। আর জি কর-সহ রাজ্যের নানা প্রান্তে ধর্ষণ, ভাড়াটে খুনিদের ব্যবহার, ইসলামপুরে আসামীর হাতে পুলিশের আক্রান্ত হওয়া, মালদহে জনপ্রতিনিধি খুন-সহ নানা ঘটনার দৃষ্টান্ত তুলে ধরে সরব হয়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পুলিশের জন্য বিস্কুট হাতে নিয়ে গিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন দলের দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়, স্বপন রায়চৌধুরী, জ়াহিদ হোসেন, দেবজ্যোতি দাস-সহ অন্যেরা। প্রদীপের বক্তব্য, “জঙ্গল-রাজ চলছে। সাধারণ মানুষ তো বটেই, জনপ্রতিনিধি থেকে পুলিশেরও নিরাপত্তা নেই। আইন-শৃঙ্খলার অবনতির দায় নিয়ে পুলিশমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement