গাঁধী পড়ো

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবুর মতে, অহিংসা, বহুত্ববাদ, সংহতি ও ধর্মনিরপেক্ষতার বার্তা দিতেই এমন মিছিলের আয়োজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ০৩:১৮
Share:

প্রদেশ কংগ্রেসের ‘গাঁধী সন্দেশ যাত্রা’।—নিজস্ব চিত্র।

মোহনদাস কর্মচন্দ গাঁধীর ১৫০তম জন্মদিনে কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেয়ো রোডের গাঁধী মূর্তি পর্যন্ত ‘গাঁধী সন্দেশ যাত্রা’ করল প্রদেশ কংগ্রেস। শান্তি মিছিলে যোগ দিলেন সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য-সহ দলের প্রথম সারির নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবুর মতে, অহিংসা, বহুত্ববাদ, সংহতি ও ধর্মনিরপেক্ষতার বার্তা দিতেই এমন মিছিলের আয়োজন। ‘সন্দেশ যাত্রা’র শেষে গাঁধী মূর্তির নীচে সর্বধর্ম প্রার্থনা সভা উপলক্ষে সোমেনবাবু, প্রদীপবাবু, অমিতাভ চক্রবর্তীরা পরামর্শ দিয়েছেন, গাঁধীজির জন্মের দেড়শো বছরে প্রতি দিন আধঘণ্টা করে তাঁর কোনও লেখা বা তাঁকে নিয়ে বইপত্র পড়ুন কংগ্রেস কর্মীরা। কারণ, মতাদর্শই সব চেয়ে বড় হাতিয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement