ফাইল ছবি
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে নিয়ে বেনজির সঙ্ঘাতে রাজ্য-রাজ্যপাল। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ করে নতুন উপাচার্য নিয়োগ করেছে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের ডিন তপন মণ্ডলকে উপাচার্য মনোনীত করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই নিয়োগকে খারিজ করে সোমা বন্দ্যোপাধ্যায়কে উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।
উপাচার্য নিয়োগ প্রসঙ্গে টুইটে রাজ্যপালকে ‘নির্বাচিত’ সরকারকে সহযোগিতা করতে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টি নিয়ে এর আগেও তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন শিক্ষামন্ত্রী। কয়েক সপ্তাহ আগেও টুইটারে রাজ্যপালের উদ্দেশে ইঙ্গিতবাহী পোস্ট করেন তিনি। সুকুমার রায়ের ‘লড়াই ক্ষ্যাপা’ ছড়ার আটটি লাইন পোস্ট করেন। তবে এবার সরাসরি রাজ্যপালের উদ্দেশে টুইট করেছেন শিক্ষামন্ত্রী।
টুইটে ব্রাত্য লিখেছেন, ‘মাননীয় ‘‘মনোনীত’’ আচার্যকে এখনও বলবো, তৃতীয় বারে ‘‘নির্বাচিত’’ সরকারের সঙ্গে সহযোগিতা করুন। যুদ্ধং দেহি মনোভাব রেখে, নিজের অভিপ্রায়, শিক্ষা দফতরের ওপর চাপাবেন না।’ এর পাশাপাশি তিনি নবনির্বাচিত উপাচার্যদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বিধি অনুযায়ী নিযুক্ত নবনির্বাচিত উপাচার্যদের অভিনন্দন।’
কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম-বর্হিভূত ভাবে উপাচার্য নিয়োগ হয়েছে, এই অভিযোগ তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চরমে ওঠে। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যপাল। টুইট করে ফের একবার রাজ্যপালকে উপচার্য নিয়োগ প্রসঙ্গে কটাক্ষ করলেন শিক্ষা মন্ত্রী।