ছাত্র পরিষদের কর্মী খুনে সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালের কাছে কংগ্রেস

সবং-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল কংগ্রেসের এক প্রতিনিধি দল। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবির পাশাপাশি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্যপালকে হস্তক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৫ ১৪:৩০
Share:

সবং-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল কংগ্রেসের এক প্রতিনিধি দল। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবির পাশাপাশি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাজ্যপালকে হস্তক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে। বুধবার প্রবীণ কংগ্রেস বিধায়ক জ্ঞান সিংহ সোহনপালের নেতৃত্বে ওই প্রতিনিধি দল রাজভবনে যায়। ওই দলে কংগ্রেস নেতা সোমেন মিত্র, মহম্মদ সোহরাব, মানস ভুঁইয়া, আব্দুল মান্নানের পাশাপাশি ছাত্র পরিষদের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ঘোষ-সহ অন্য নেতারা ছিলেন।

Advertisement

গত ৭ অগস্ট সবং কলেজে ছাত্র পরিষদ (সিপি) কর্মী কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) বিরুদ্ধে। এর পর ওই ঘটনায় পল্টু ওঝা নামে সিপি-র এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার রাতে সুদীপ পাত্র নামে ওই কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সুদীপকে মেদিনীপুরের সিজেএম আদালতে হাজির করা হলে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। কংগ্রেসের অভিযোগ, মিথ্যা মামলায় ওই দু’জনকে ফাঁসানো হয়েছে।

গোটা ঘটনার পিছনে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভারতী ঘোষের দিকে আঙুল তুলে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে। ওই ছাত্রকে খুনের অভিযোগে প্রথমে টিএমসিপি-র তিন জনকে ধরেছিল পুলিশ। কিন্তু, ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেন, ঘটনাটি সিপি-র অন্তর্দ্বন্দ্বের জের। তার পর থেকে জেলার পুলিশ সুপার সেই তত্ত্বে সিলমোহর দিতে মরিয়া হয়ে উঠেছেন বলে কংগ্রেসের অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement