bus fare

ভাড়া-জটে দূরের বাসও অনিশ্চিত

পরিবহণ শিবির সূত্রের খবর, ডিজেলের দাম বাড়ার পরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের এক কিলোমিটার যেতে খরচ হবে ২৮ টাকার কাছাকাছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ০৬:৫৮
Share:

ফাইল চিত্র।

অতিমারির বিধিনিষেধ অনেকাংশে শিথিল হওয়ায় আজ, বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বেসরকারি বাস চলার কথা। কিন্তু ভাড়া বৃদ্ধির বিষয়টি ঝুলে থাকায় বাস নামানোর ব্যাপারে কোনও নিশ্চয়তা দিতে পারছে না বেসরকারি বাস মালিক সংগঠন।

Advertisement

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বুধবার বলেন, ‘‘যে-হারে খরচ বেড়েছে, তাতে কাউকে রাস্তায় বাস নামানোর কথা বলতে পারব না। পুরনো ভাড়ায় কম যাত্রী নিয়ে বাস চালালে আরও বেশি ক্ষতি হবে।’’ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত অহেতুক ঝুলিয়ে না-রেখে গণপরিবহণ সচল করার স্বার্থেই রাজ্য সরকারের তরফে দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করা উচিত।’’

রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এ দিন কসবায় পরিবহণ ভবনে বাসমালিকদের উদ্দেশে বলেন, ‘‘মানুষের স্বার্থে আপনারা বাস নামান। সরকার বিষয়টি দেখছে।’’ বেসরকারি বাস নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকারি বাস নামানোর আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের সামর্থ্য অনুযায়ী ১০০ শতাংশ বাস রাস্তায় নামানো হবে।’’

Advertisement

দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম তাদের দূরপাল্লার সব রুটে প্রায় ৬০০ বাস চালানোর কথা জানিয়েছে। নিগম সূত্রের খবর, সকাল থেকেই এসপ্লানেডে জেলার বিভিন্ন শহরের বাস মিলবে। ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বিভিন্ন রুটে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা কমানো বা বাড়ানো হবে। তবে সফর হবে করোনার দূরত্ব-বিধি মেনে। তাই এখনই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করছে না ওই নিগম। ঠিক হয়েছে, আপাতত দু’জনের আসনে এক জন, তিন জনের আসনে দু’জন যাত্রী বসার অনুমতি দেওয়া হবে। খালি থাকবে মাঝখানের আসন।

উত্তরবঙ্গ পরিবহণ নিগমও রাজ্যের মধ্যে সব রুটে প্রায় ৫৫০টি বাস চালাবে। একমাত্র কিষানগঞ্জ দিয়ে বিহার এবং কোচবিহার থেকে অসমগামী রুটে বাস চলবে না। তবে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে দৈনন্দিন খরচ সামলে পরিষেবা সচল রাখা নিয়ে চাপ রয়েছে দুই প্রধান পরিবহণ নিগমেই।

পরিবহণ শিবির সূত্রের খবর, ডিজেলের দাম বাড়ার পরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের এক কিলোমিটার যেতে খরচ হবে ২৮ টাকার কাছাকাছি। সেখানে অর্ধেক যাত্রী নিয়ে কিলোমিটারে ২০ টাকা আয় করতেই যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে করছেন পরিবহণকর্তারা। করোনা পরিস্থিতির আগে উত্তরবঙ্গ পরিবহণ নিগমে দৈনিক প্রায় ৩০ লক্ষ টাকার ডিজেল লাগত। আয় ছিল ৪০-৪৫ লক্ষ। এ বার সেই খরচ কোথায় ঠেকবে, বুঝতে পারছে না নিগম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement