—ফাইল চিত্র।
কেন্দ্রীয় নেতৃত্বের খাতায় পশ্চিমবঙ্গ বিজেপির সদস্য সংখ্যা আটকে আছে ৩০ লাখে। কিন্তু রাজ্য নেতৃত্বের খাতায় সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে হয়ে গিয়েছে প্রায় দ্বিগুণ! যা নিয়ে রসিকতার অন্ত নেই রাজনৈতিক শিবিরে।
সর্বভারতীয় বিজেপির তরফে গোটা দেশে দলের সদস্য সংগ্রহ অভিযানের ভারপ্রাপ্ত নেতা শিবরাজ সিং চৌহান গত ৩১ জুলাই কলকাতায় এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এ রাজ্যে নতুন সদস্য হয়েছে ৩৮ লাখ। তার আট দিন পরে বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ ৩০ লাখ সদস্য করার জন্য টুইট করে বঙ্গ বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘‘সদস্য সংগ্রহ অভিযানের আরও ১৩ দিন বাকি আছে। এর মধ্যেই বঙ্গ বিজেপি ৩০ লক্ষ সদস্য করে ফেলেছে।’’ কিন্তু রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ভারপ্রাপ্ত নেতা রথীন্দ্রনাথ বসু এবং তুষারকান্তি ঘোষ দাবি করেছেন, তাঁরা ইতিমধ্যেই প্রায় ৬০ লাখ সদস্য সংগ্রহ করে ফেলেছেন।
একই দলের তিন জায়গা থেকে সংগৃহীত সদস্যের তিন রকম সংখ্যা আসায় ফাঁপরে পড়েছেন দলের কর্মীরা। আর বিরোধী রাজনৈতিক দলগুলি রসিকতা করে প্রশ্ন তুলছে, কোনটা আসল? তুষারবাবুর অবশ্য ব্যাখ্যা, ‘‘কেন্দ্রীয় নেতৃত্ব যে সংখ্যাটা বলছেন, সেটা অনলাইনে বা ফোনে হওয়া সদস্যের সংখ্যা। কিন্তু আমরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে গিয়েও লোকজনকে সদস্য করছি। সেই হিসাবটা এখনও তাঁদের কাছে পৌঁছয়নি।’’ পুরভোট এবং তার পরের বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে আজ, শনিবার দুর্গাপুরে দু’দিনের চিন্তন বৈঠকে বসছে বিজেপি। সেখানে দলের সদস্য সংগ্রহ অভিযানের অবস্থা নিয়েও আলোচনা হওয়ার কথা।