তৃতীয় শ্রেণিতে পড়ি। হাতের কাজের ক্লাসে চমৎকার একটা রেশমের রাখি বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলামে। রাখি জমা দিয়েছিলাম স্যারের কাছে। কয়েক দিন পরে এক সহপাঠীর ব্যাগে ওই রাখি দেখতে পেয়ে তাকে চোর বদনাম দিয়ে যা-নয়-তাই বলি। সে শুধু তাকিয়ে ছিল। পরে জানতে পারি স্যার ওই সহপাঠীকে আমার রাখিটা উপহার দিয়েছিলেন। ইগো দূরে সরিয়ে ক্ষমা চাওয়া হয়নি। সেই কাঁটা এখনও বেঁধে আমায়। সুনয়না বিশ্বাস, আদ্রা।