বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথকর্মী সম্মেলন রয়েছে। ফাইল চিত্র।
তৃণমূলের বুথকর্মী সম্মেলনে মমতা-অভিষেক
আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথকর্মী সম্মেলন রয়েছে। বেলা ১২টা নাগাদ নেতাজি ইন্ডোরে সেটি শুরু হবে। এই সম্মেলনে তৃণমূলের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বাগুইআটির ছাত্রখুনের তদন্ত
বাগুইআটির দুই মাধ্যমিক পড়ুয়া নিখোঁজ এবং খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। এর আগে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছিল মৃতদের পরিবার। তার পরেই এই ঘটনায় তদন্তভার যায় সিআইডির কাছে। আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে।
দিল্লিতে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা মোদীর
আজ দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৭টা নাগাদ এই কর্মসূচিটি হওয়ার কথা।
ডিএ মামলার শুনানি
আজ কলকাতা হাই কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের আর্জির শুনানি রয়েছে। দুপুর ২টো নাগাদ বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে শুনানি হবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দুর্গাপুজো-অনুদান মামলার শুনানি
আজ দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।
এশিয়া কাপে ভারত-আফগানিস্তান
এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারার পর আজ আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে। তবে এই জিতলেও আর ফাইনালে খেলতে পারবেন না রোহিত শর্মারা।
ইউএস ওপেন
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের খেলা রয়েছে আজ। প্রতিযোগিতামূলক এই টেনিসের ফলাফলের দিকে নজর থাকবে।
ভারত-এ দলের ম্যাচ, বাংলার দুই ক্রিকেটারের পারফরম্যান্স
আজ ভারত-এ দলের টেস্ট ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে নিউজিল্যান্ড-এ দলের সঙ্গে তাদের খেলা হবে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট
আজ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ এই খেলাটি শুরু হবে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এক দিনের ম্যাচ
আজ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে খেলাটি শুরু হবে।