News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে সাত

হালিশহরের ধৃত চেয়ারম্যানকে কোর্টে পেশ। পুজো নিয়ে বৈঠকে ফিরহাদ হাকিম। ডুরান্ডে ইস্টবেঙ্গলের ম্যাচ। এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৭
Share:

কলকাতার পুজো নিয়ে শনিবার বৈঠকে বসছেন মেয়র ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।

হালিশহরের ধৃত চেয়ারম্যানকে আদালতে পেশ

Advertisement

শুক্রবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি। তাঁর বাড়ি থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়েছে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে। আজ, শনিবার তাঁকে কোর্টে হাজির করানোর কথা সিবিআইয়ের। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

মেয়র ফিরহাদ হাকিমের পুজো-বৈঠক

Advertisement

কলকাতার পুজো নিয়ে শনিবার বৈঠকে বসছেন মেয়র ফিরহাদ হাকিম। এই বৈঠকে পুজো কমিটিগুলি থাকার কথা। দুপুর নাগাদ এই বৈঠকটি হবে।

ভোট পরবর্তী পর্যায়ে ভারতীয় ফুটবল ফেডারেশন

শুক্রবার ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে। নতুন সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। ফেডারেশনের ভোট পরবর্তী পুঙ্খানুপুঙ্খের দিকে আজ নজর থাকবে।

ডুরান্ডে ইস্টবেঙ্গলের ম্যাচ

আজ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। মুম্বই এফসি-র বিরুদ্ধে তাদের খেলা। সন্ধ্যা ৬টায় যুবভারতীতে খেলাটি শুরু হবে।

ভারতীয় ক্রিকেট দলের খবর

এশিয়া কাপে পাকিস্তানের পর হংকংয়ের বিরুদ্ধে জয়ী হয়েছে ভারত। দু’টি ম্যাচে জয় পেয়ে সুপার ফোরে রোহিত শর্মার দল। রবিবার ফের তাঁদের পাকিস্তানের সঙ্গে খেলা রয়েছে। তার আগে ভারতীয় দলের প্রস্তুতির দিকে নজর থাকবে।

এশিয়া কাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান

আজ এশিয়া কাপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলা রয়েছে। রাত সাড়ে ৮টা থেকে এই খেলাটি শুরু হবে।

ইউএস ওপেন

সোমবার থেকে শুরু হয়েছে ইউএস ওপেন। এ বছরের এটি চতুর্থ তথা শেষ গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement