ছবি পিটিআই।
পুজোয় আবহাওয়া কেমন যাবে?
দুর্গাপুজোর ক'দিন আবহাওয়া কেমন থাকবে আজ, বুধবার তা জানাবে আবহাওয়া দফতর। পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা নেই তা আগেই জানানো হয়েছিল। পুজোর দিনগুলিতে কী হবে সে দিকে নজর থাকবে।
কোর্টে পার্থ-অর্পিতার হাজিরা
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডির মামলায় জেল হেফাজত এবং পরে সিবিআই হেজাজতে থেকেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আজ তাঁদের ফের আদালতে হাজির করানো হবে। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকতে পারেন তাঁরা। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।
প্রাথমিক মামলা শুনানি সুপ্রিম কোর্টে
আজ প্রাথমিক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে এক দিনের রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। আজ কী রায় দেয় আদালত সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০
আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ খেলাটি শুরু হবে।
পাকিস্তান-ইংল্যান্ড পঞ্চম টি২০
আজ পাকিস্তান ও ইংল্যান্ডের পঞ্চম টি২০ ম্যাচ রয়েছে। রাত ৮টা থেকে খেলাটি শুরু হবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতি দিনই লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে। সোমবার যা ছিল ৮০০-র কাছাকাছি। চিকিৎসক মহলের আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শীঘ্রই ২৫ হাজার ছুঁয়ে ফেলবে।
রাজস্থানের রাজনীতি
রবিবার রাতে জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের অনুগামী কংগ্রেস বিধায়কদের ‘ইস্তাফার নাটকের চিত্রনাট্য’ তৈরি করেছিলেন দলেরই তিন প্রবীণ নেতা। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে রাজস্থান পরিস্থিতি নিয়ে লিখিত রিপোর্ট পেশ করে এ কথা জানিয়েছেন, এআইসিসি নিযুক্ত দুই পর্যবেক্ষক মল্লিকার্জুন খড়্গে এবং অজয় মাকেন। কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে মাকেনদের এই রিপোর্ট গহলৌতের বিড়ম্বনা বাড়াবে বলেই মনে অনেকে করছেন। সেখানকার এই পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।