রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। —ফাইল চিত্র।
কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?
ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, বুধবার তিনি কেমন থাকেন নজর থাকবে সে দিকে।
রাষ্ট্রপতির কাছে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল
মণিপুরের পরিস্থিতি নিয়ে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে মঙ্গলবার মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিরোধী জোটের তরফে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপতি সেই আবেদন মেনে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দলকে আজ সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। নজর থাকবে এই খবরের দিকে।
বর্ধমানে কোভিডে মৃত্যু পরবর্তী পদক্ষেপ
গত তিন দিনে বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে তিন জন করোনা আক্রান্তের। তাঁদের তিন জনেরই কোমর্বিডিটি ছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত ন’জনের মৃত্যু হয়েছে। সেই পরিস্থিতিতে এ বার কোভিডে মৃত্যুর খবর প্রকাশ্য এল। ওই তিন জনের মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। পরবর্তী পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।
কলকাতায় শিশু বিক্রির তদন্ত
মঙ্গলবার কলকাতায় টাকার জন্য নিজের কোলের সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। আনন্দপুর এলাকায় চার লক্ষ টাকার বিনিময়ে ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। মা-সহ ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, টাকার লোভে এক নিঃসন্তান গৃহবধূর কাছে কন্যাসন্তানকে বিক্রি করে দেন অভিযুক্ত। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আজ নজর থাকবে এই খবরের দিকে।
দুর্নীতির অভিযোগের জবাব দেবেন নুসরত?
অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সোমবার সন্ধ্যায় তিনি কয়েক জন বয়স্ক নাগরিককে নিয়ে ইডির কাছে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, বেশ কয়েক জনের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিল নুসরতের সংস্থা। কিন্তু ফ্ল্যাট মেলেনি। শঙ্কুদেব ইডির কাছে নথিপত্র জমাও দিয়ে এসেছেন বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব নুসরত দেন কি না, সে দিকে আজ নজর থাকবে।
রাজ্যে কোথায় কেমন বৃষ্টি?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই আজ ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। আজ কোথায় কেমন বৃষ্টি হচ্ছে সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সংসদে বাদল অধিবেশন
আজও সংসদের চলতি বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে মণিপুর নিয়ে সরকার ও বিরোধী পক্ষের দফায় দফায় বিতর্ক হয়। তবে এরই মাঝে রাজ্যসভায় তিনটি বিল পাশ করিয়ে নেয় সরকার পক্ষ। যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই অবস্থায় আজ নজর থাকবে সংসদের অধিবেশনের দিকে।
মণিপুরের পরিস্থিতি
প্রায় তিন মাস হতে চলল উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। মণিপুরের ঘটনায় নজিরদারি করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে রাজ্যে ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। সে রাজ্যের প্রশাসন জানিয়েছে, এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি শান্ত হয়নি। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
বিধানসভায় বাদল অধিবেশন
আজ বিধানসভায় বাদল অধিবেশন রয়েছে। এর আগে মণিপুর নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আলোচনা করেছে সরকার পক্ষ। ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয়নি বলেও অভিযোগ। পাল্টা হিসাব দেওয়ার কথা বলেছে প্রধান বিরোধী দল বিজেপি। আজ নজর থাকবে বিধানসভার অধিবেশনের দিকে।
উত্তর ভারতের বর্ষণ পরিস্থিতি
প্রবল বর্ষণে জলমগ্ন উত্তরাখণ্ড, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শুধু উত্তর ভারতেই দুর্যোগে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।
যাত্রাপথে চন্দ্রযান-৩
গত ১৪ জুলাই সফল ভাবে হয়েছে উৎক্ষেপণ চন্দ্রযান-৩। পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে এই মহাকাশযান। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে প্রদক্ষিণ করতে করতে চাঁদের পৃষ্ঠে নামবে সেটি। এই অবস্থায় আজ নজর থাকবে চন্দ্রযানের নানা খবরের দিকে।
টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত
টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। শুক্রবার 'কালীঘাটের কাকু'র বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। এই অবস্থায় আজ তদন্তের অগ্রগতির দিকে নজর থাকবে।