—প্রতীকী ছবি।
পঞ্চায়েত নির্বাচন
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। আজ, সোমবার সেখানে মামলাটি উঠতে পারে। অন্য দিকে, নির্ধারিত সময়সীমার মধ্যে হাই কোর্টের নির্দেশ কার্যকর হয়নি এই অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে পারে বিরোধীরা। নজর থাকবে সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্টে এই আইনি যুদ্ধের দিকে। এ ছাড়া ভোট ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিতর্ক এবং কমিশন কী বলছে সে দিকে নজর থাকবে।
পার্থ, অর্পিতাকে আদালতে হাজির করাবে ইডি
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। আজ তাঁদের আদালতে তোলা হবে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।
আদালতে হাজির করানো হবে শান্তনু, অয়নকে
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আজ শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলকে আদালতে হাজির করানো হবে। দুপুর নাগাদ তাঁদের আদালতে নিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের পরবর্তী নির্দেশের দিকে আজ নজর থাকবে।
মানিকের স্ত্রীকে আদালতে হাজির করানো হবে
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। আজ তাঁকে আদালতে হাজিরা হাজির করানো হবে। এর আগে জামিনের আবেদন করেছিলেন। আজ নজর থাকবে আদালতের এই খবরের দিকে।
অশান্ত মণিপুরের পরিস্থিতি
মণিপুরে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী আর.কে রঞ্জন সিংহের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের অশান্তি শুরু হয়েছে। মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় সেনা টহল দিচ্ছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অসম ও সিকিমের প্রাকৃতিক বিপর্যয়
প্রবল বৃষ্টিতে ধস নামল উত্তর সিকিমে। এমন পরিস্থিতিতে সেখানে আটকে প্রচুর পর্যটক। তাঁদের উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্য দিকে, অসমে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। আজ নজর থাকবে ওই দুই রাজ্যের পরিস্থিতির দিকে।
রাজ্যের আবহাওয়া কেমন?
গরমের অস্বস্তি বজায় থাকলেও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে।
প্রথম অ্যাশেজ টেস্ট (চতুর্থ দিন)
শুক্রবার থেকে অ্যাশেজ টেস্ট শুরু হয়েছে। আজ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ দিনের খেলা। বিকেল সাড়ে ৩টে নাগাদ খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।