News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১১

দিল্লিতে হচ্ছে ‘সন্ত্রাসবাদে অর্থ নয়’ সম্মেলন। কেমন থাকেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিষেক-শ্যালিকার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ইডি। অখিল-মন্তব্য নিয়ে মামলার শুনানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ০৭:০৭
Share:

ছবি রয়টার্স।

সন্ত্রাসবাদে অর্থ নয়: দিল্লিতে সম্মেলন

Advertisement

দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে জঙ্গি কার্যকলাপ সমর্থনকারী সহায়ক ব্যবস্থাকে চিহ্নিত করার উপর জোর দিচ্ছে কেন্দ্র। আজ, বৃহস্পতিবার ‘সন্ত্রাসবাদে অর্থ নয়’ শীর্ষক একটি সম্মেলন রয়েছে দিল্লিতে। নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবর

Advertisement

আরও সঙ্কটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা। স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগেও আক্রান্ত অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’। এই অবস্থায় আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

দিল্লির শ্রদ্ধা খুনের তদন্ত

দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকর খুনের তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন মোড় নিচ্ছে। খুনের ঘটনাটি এখন গোটা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রধান অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। আজ নজর থাকবে এই খুনের ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে।

খারিজ হোক রক্ষাকবচ, অভিষেক-শ্যালিকার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ইডি

কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অখিল-মন্তব্য নিয়ে মামলার শুনানি

রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে রাজ্য জানিয়েছে, অখিলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আজ ফের মামলাটির শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ মামলাটি উঠতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ নিয়ে মামলার শুনানি

উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষার ৭৫০ শিক্ষক পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই মামলায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে মামলাকারীর আগে থাকা প্রার্থীদের নামের তালিকা চেয়ে পাঠায় আদালত। আজ ওই তালিকা হাই কোর্টে জমা দেওয়ার কথা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটি শুনবেন।

বিশ্বকাপ ফুটবলের খবর

আগামী রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। মোট ৩২টি দলকে আটটি গ্রুপে রাখা হয়েছে। প্রথম দিন নামছে আয়োজক দেশ কাতার। তাদের সামনে ইকুয়েডর। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে এই ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত সব খবরের দিকে নজর থাকবে।

স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি

আজ কলকাতা হাই কোর্টে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে। এই মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি এবং অবৈধ ভাবে যাঁরা চাকরি পেয়েও এখনও পদত্যাগ করেননি এই বিষয়টির উপর শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে বুধবার ১৪ দফা নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

ভারতীয় ক্রিকেট দলের খবর

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। এ সিরিজ়ে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্যর। বিশ্বকাপে ধাক্কা খাওয়ার পর এখন এই সিরিজের উপর নজর দিয়েছে ভারতীয় দল। সেই মতো চলছে প্রস্তুতি। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন

নামছে তাপমাত্রার পারদ। দরজায় কড়া নাড়ছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ক’দিন আকাশ পরিষ্কার থাকবে। তার উপর উত্তরে হাওয়ার প্রভাবে শীত শীত বজায় থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement