মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ, শনিবার কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হবে। এই বৈঠক থেকে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হল কি না সে দিকে নজর থাকবে। অন্য দিকে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে নাকি হাই কোর্টের নির্দেশ মোতাবেক আজ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এল কি না আজ সে দিকেও নজর থাকবে।
অ্যাশেজ টেস্ট: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিন
শুক্রবার থেকে অ্যাশেজ টেস্ট শুরু হবে। আজ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনের খেলা। বিকেল সাড়ে ৩টে নাগাদ খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।
মহিলাদের এমার্জিং কাপ: ভারত-পাকিস্তান
আজ মহিলাদের এমার্জিং কাপ রয়েছে। সকাল ১১টা থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তানের খেলা। নজর থাকবে এই খেলার ফলের দিকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
মণিপুর পরিস্থিতি
মণিপুরে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিংহের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের অশান্তি শুরু হয়েছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
রাজ্যের আবহাওয়া কেমন?
আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশি থাকবে। গরম বাড়বে উত্তরবঙ্গেও। রাজ্য জুড়ে অব্যাহত থাকবে গরমের অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।
টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত
টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এই অবস্থায় তদন্তের অগ্রগতির দিকে আজ নজর থাকবে।