অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
দুবাই থেকে স্পেন যাবেন মুখ্যমন্ত্রী
আজ দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদে পৌঁছতে স্থানীয় সময়ে দুপুর হয়ে যাবে। পর দিন থেকেই তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। আজ নজরে থাকবে মুখ্যমন্ত্রীর সফর।
ইডি দফতরে অভিষেকের হাজিরা
ইডির ডাকে সাড়া দিয়ে আজ সিজিও কমপ্লেক্সে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন, অভিষেক তদন্তের মুখোমুখি হতে ভয় পান না৷ আজ দিল্লিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার ‘সমন্বয় কমিটি’র বৈঠক। ওই কমিটির সদস্য অভিষেক। কিন্তু তিনি সমন্বয় কমিটির প্রথম বৈঠকে হাজির থাকতে পারবেন না বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দিল্লিতে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠক
বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গত মুম্বই-বৈঠকে ‘সমন্বয় কমিটি’ গঠিত হয়। সেই কমিটির প্রথম বৈঠকে বসছে আজ। এনসিপি নেতা শরদ পওয়ারের দিল্লির বাড়িতে ওই বৈঠক বসবে। তবে কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকতে পারবেন না। আজ তাঁকে কলকাতার ইডি দফতরে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। নজরে থাকবে এই খবর।
নিম্নচাপের গতিপ্রকৃতি
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ নজর থাকবে নিম্নচাপের গতিপ্রকৃতি। আবহাওয়া দফতর কী বলছে, সে দিকেও নজর থাকবে।