News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। মহুয়া-রিপোর্ট পেশ লোকসভায়। সংসদের অধিবেশন। কলকাতা চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন। পাঁচ রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া। রাজ্যের আবহাওয়া কেমন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ০৭:৫২
Share:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। —ফাইল চিত্র।

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

Advertisement

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাও। এ ছাড়া আজ উত্তরবঙ্গে কয়েকটি সরকারি পরিষেবা বিতরণ করবেন তিনি। আগামী ক’দিন সেখানে থাকবেন মমতা।

মহুয়া-রিপোর্ট পেশ লোকসভায়

Advertisement

শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিষয়ে রিপোর্ট পেশ করবে এথিক্স কমিটি। তৃণমূল ইতিমধ্যেই স্পিকারের কাছে দাবি জানিয়ে রেখেছে, যা-ই রিপোর্ট জমা পড়ুক তা নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে। মহুয়াকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। শুক্রবার ওই রিপোর্ট পেশের পরেই মহুয়ার সাংসদ পদ থাকা না থাকার বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে।

সংসদের অধিবেশন

সংসদের চলতি শীতকালীন অধিবেশনে আজকের দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ইতিমধ্যেই লোকসভায় উপস্থিত থাকার জন্য সমস্ত সাংসদের উপর হুইপ জারি করেছে বিজেপি। মহুয়া মৈত্র সংক্রান্ত রিপোর্ট অধ্যক্ষের কাছে জমা পড়া ছাড়াও গুরুত্বপূর্ণ বিল পেশ হতে পারে। আমাদের নজর থাকবে অধিবেশনের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কলকাতা চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন

চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনের অন্যতম আকর্ষণ অভিনয় বিষয়ক ‘মাস্টার ক্লাস’। অংশ নেবেন বলিউড অভিনেতা সৌরভ শুক্ল। উৎসবের উল্লেখ্যযোগ্য ছবির মধ্যে আজ রয়েছে মৃণাল সেন পরিচালিত ছবি ‘ভুবন সোম’। বাংলা প্যানোরামায় দেখানো হবে রাজদীপ ঘোষের ছবি ‘বনবিবি’। নেটপ্যাকে দেখানো হবে ‘অ্যান্ড, টু ওয়ার্ডস হ্যাপি অ্যালি’ ছবিটি। এ ছাড়াও থাকছে দৈনন্দিন সিনে আড্ডা।

পাঁচ রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া

তেলঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। মিজোরামে আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জোরাম পিপল মুভমেন্টের (জেডপিএম) নেতা লালডুহোমা। কিন্তু বাকি যে তিন রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে কারা মুখ্যমন্ত্রী হচ্ছেন তা এখনও ঘোষণা করেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠকে বসলেও কোনও সিদ্ধান্তে তাঁরা পৌঁছতে পারেননি বলে সূত্রের খবর। এই অবস্থায় ওই তিন রাজ্যের সরকার গঠনের দিকে নজর থাকবে আমাদের।

রাজ্যের আবহাওয়া কেমন?

বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তে। তার জেরে ভরা ডিসেম্বরেও বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সারা দিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে। তাতে বেশ খানিকটা নেমেছে পারদও। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement