News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ব্লক স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। কেমন আছেন বুদ্ধদেব? ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০ ম্যাচ। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-বাংলাদেশ আর্মির খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ০৭:১৪
Share:

—প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ব্লক স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

Advertisement

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ, রবিবার রাজ্য জুড়ে ব্লক স্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। রাজ্যের প্রতিটি ব্লকে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি পালন করবে তৃণমূল। আজ নজর থাকবে এই খবরের দিকে।

কেমন আছেন বুদ্ধদেব?

Advertisement

ফুসফুস ও শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি এখন সংক্রমণমুক্ত। তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়টি এ বার ভেবে দেখা হতে পারে বলে জানা গিয়েছে। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টি২০ ম্যাচ

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টি২০ ম্যাচ রয়েছে। রাত ৮টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ডুরান্ড কাপ: ইস্টবেঙ্গল-বাংলাদেশ আর্মি

আজ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম বাংলাদেশ আর্মির খেলা রয়েছে। বিকেল পৌনে ৫টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

মণিপুরের পরিস্থিতি

প্রায় তিন মাস হতে চলল, উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। শুক্রবার সেখানে নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে। মণিপুরের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

যাত্রাপথে চন্দ্রযান-৩

গত ১৪ জুলাই সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে চন্দ্রযান-৩। শনিবার সন্ধ্যায় সেটি চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এ বার চন্দ্রযান-৩ ধীরে ধীরে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে এগোবে। এখন থেকে সেটি চাঁদের চার দিকে পাক খাবে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement