Millenium Park

রং বদলের ‘খেলা’ মিলেনিয়াম পার্কে

ঘোর গেরুয়া রং হয়েছে দেখে প্রশ্ন ওঠে রাজ্যের তরফে। বন্দর কর্তৃপক্ষের একটি সূত্রে অবশ্য বলা হয়েছিল, ওটা প্রাইমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০১:৫৩
Share:

মিলেনিয়াম পার্ক

ছিল হালকা গোলাপি। হয়ে গেল ঘোর গেরুয়া। তারপর কথা উঠতেই এবার রং বদলে যাচ্ছে সাদায়।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন কলকাতা সফরের আগে মিলেনিয়াম পার্কের অফিস ভবন ঘিরে এই ‘রঙের রাজনীতি’ চলল বৃহস্পতিবার দিনভর। এই পার্ক বন্দর কর্তৃপক্ষের। রাজ্য সরকার ১৫ বছর আগে তা ‘লিজ’ নিয়ে রেখেছে। মোদী সেখানে একটু অনুষ্ঠানে যোগ দেবেন। তাই চলছিল রং করার কাজ।

তবে ঘোর গেরুয়া রং হয়েছে দেখে প্রশ্ন ওঠে রাজ্যের তরফে। বন্দর কর্তৃপক্ষের একটি সূত্রে অবশ্য বলা হয়েছিল, ওটা প্রাইমার। তার উপরে আসন রং হবে। কিন্তু রাতে জানা যায়, তা প্রাইমার নয়। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তার পরে কেএমডিএ দায়িত্ব নিয়ে এবার সেই অফিস সাদা রং করে দিচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement