বিধানসভা অভিযানে ধৃত কলেজ-কর্মীরা

শিক্ষামন্ত্রীর কাছে গণতান্ত্রিক ভাবে দাবি জানাতে না দিয়ে এমন গ্রেফতারির প্রতিবাদ করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ওই সংগঠন এবং এআইসিসিটিইউ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৫
Share:

প্রতীকী ছবি।

বিধানসভা অভিযান করতে গিয়ে গ্রেফতার হলেন কলেজের অস্থায়ী কর্মী এবং তাঁদের সংগঠনের নেতারা। চাকরির স্থায়ীকরণ, সামাজিক সুরক্ষা এবং সরকারি আদেশনামা ৩৯৯৮ কার্যকর করার দাবিতে সোমবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি। সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে মিছিল করার সময়ে এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য, রাজ্য নেতা প্রবীর দাস, এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক শেখ হানিফ এবং সংগঠনের সদস্য মিলে ১৩৯ জনকে গ্রেফতার করে পুলিশ। শিক্ষামন্ত্রীর কাছে গণতান্ত্রিক ভাবে দাবি জানাতে না দিয়ে এমন গ্রেফতারির প্রতিবাদ করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ওই সংগঠন এবং এআইসিসিটিইউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement