—ফাইল চিত্র।
কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করায় আপত্তি তুলেছিল বাম এবং কংগ্রেস। নীরব ছিল তৃণমূল। বিধানসভায় সোমবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামাপ্রসাদের নাম না করে তাঁর মন্তব্য, ‘‘নেজাজি সুভাষচন্দ্র বসুর নামে একটা ডক ছিল। সেটা তুলে দিলাম। হঠাৎ করে নতুন নাম দিলাম। কোনও নতুন নামে আমার আপত্তি নেই। কিন্তু এর একটা ইতিহাস আছে, সেটা তো ভাবতে হবে!’’