Mamata Banerjee

Mamata Banerjee: দয়া করছে না, এটা ব্যাঙ্কগুলোকে বোঝাতে হবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘সরকার ওই ক্রেডিট কার্ডের ব্যাঙ্ক গ্যারেন্টার। টাকা ফেরাবে রাজ্যই। তাই পড়ুয়াদের টাকা ব্যাঙ্ককে দিতেই হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৯
Share:

ফাইল ছবি।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ না পাওয়ার অভিযোগ উঠছে। তা নিয়ে ওয়াকিবহাল নবান্নও। এ বার এ বিষয়ে কড়া হওয়ার ইঙ্গিত রাজ্য সরকারের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিনিময়ে পড়ুয়াদের ঋণ দিতে না চাইলে কড়া পদক্ষেপ করবে সরকার। মমতার কথায়, ‘‘ব্যাঙ্কগুলো দয়া করছে না। এটা বোঝাতে হবে।’’

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যদি কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পড়ুয়াদের উচ্চশিক্ষার ঋণ দিতে আপত্তি করে, তাহলে তাদের বাদ দিয়ে সেই জায়গায় কোনও সমবায় ব্যাঙ্ককে নিতে হবে। সমবায় ব্যাঙ্ক একই আপত্তি করলে তাদের ডেকে পাঠিয়ে কথা বলবে সরকার। মমতা বলেন, ‘‘সরকার ওই ক্রেডিট কার্ডের ব্যাঙ্ক গ্যারেন্টার। টাকা ফেরাবে রাজ্যই। তাই পড়ুয়াদের টাকা ব্যাঙ্ককে দিতেই হবে।’’ এই প্রসঙ্গেই মমতার ইঙ্গিত, ‘‘ব্যাঙ্কগুলো যে দয়া করছে না, তা বোঝাতে হবে।’’

Advertisement

পাশাপাশিই মমতা ইঙ্গিত দিয়েছেন, বিষয়টির পিছনে রাজনীতিও থাকতে পারে। তাঁর তাৎপর্যপূর্ণ প্রশ্ন, ‘‘এটা কেউ রাজনীতি করে আটকে দিচ্ছে না তো?’’ তবে এর বেশি আর ওই বিষয়ে কিছু বলেনি মুখ্যমন্ত্রী। বরং তিনি বৈঠকে উপস্থিত রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়কে বিষয়টি নিয়ে উদ্যোগী হতে বলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঋণ দিতে আপত্তি করলেও যাতে পড়ুয়াদের ঋণের অর্থ পেতে অসুবিধা না-হয়, সে জন্য রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে উদ্যোগী হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement