রেড রোডের অনুষ্ঠানে আমলাদের পুরস্কৃত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।
রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতি বছরই রাজ্যের পুলিশকর্তাদের বিশেষ ভাবে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর সেই পদকপ্রদান অনুষ্ঠাান ছিল কিছুটা অন্যরকম। এ বার আইপিএস অফিসারদের সঙ্গে আইএএস আধিকারিকেরাও পদক পেলেন মুখ্যমন্ত্রীর হাত থেকে। রেড রোডের অনুষ্ঠানে সম্মানিত করা হল কয়েক জন রাজ্য সরকারি আধিকারিককে। আইএএসদের এর আগে এক বারই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পদক দেওয়া হয়েছিল। ২০১৪ সালে কয়েক জন আধিকারিক এই সম্মান পান। তার পর আবার এ বছর পুরস্কৃত হলেন রাজ্য সরকারি আমলারা।
মঙ্গলবার রেড রোডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর প্রথা অনুযায়ী জাতীয় সঙ্গীতের সুরে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এর পরেই শুরু হয় সরকারি আধিকারিকদের পুরস্কার প্রদান পর্ব। রাজ্যের ১১ জন উচ্চপদস্থ সরকারি আধিকারিক তথা আমলাকে সম্মানিত করা হয়েছে। তাঁদের গলায় পদক পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য কাজ এবং প্রশাসনিক ক্ষেত্রে অসামান্য অবদানের ভিত্তিতে পুরস্কৃত হয়েছেন এই আমলারা। যাঁরা পদক পেলেন, তাঁরা হলেন, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা, বিবেক কুমার এবং মনোজ পন্থ, প্রধান সচিব প্রভাত মিশ্র, সঙ্ঘমিত্রা ঘোষ এবং নারায়ণ স্বরূপ নিগম, রাজ্য সরকারের সচিব শান্তনু বসু এবং পি বি সেলিম। এ ছাড়া, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য এবং বীরভূমের জেলাশাসক বিধান রায়ও বিশেষ সম্মান পেয়েছেন।
একইসঙ্গে আইপিএস অফিসারদেরও পুরস্কৃত করা হয়েছে। পুলিশকর্তাদের দেওয়া পদককে মূলত দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। অসাধারণ কাজের জন্য সম্মানিত হয়েছেন এক জন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জ়োনের এডিজি আইজিপি ত্রিপুরারি অথর্ব। এ ছাড়া, প্রশংসনীয় কাজের জন্য পুরস্কার পেয়েছেন পাঁচ জন। তাঁরা হলেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।