আগামী সোমবার নবান্নে হবে মন্ত্রিসভার বৈঠক। —গ্রাফিক আনন্দবাজার অনলাইন।
তিন জেলায় প্রশাসনিক কর্মসূচির জন্য সোমবার রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সময়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। প্রশাসনিক স্তরে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন তিনি। জেলা সফর সেরে চলতি সপ্তাহের শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তার পরেই মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। তৃতীয় মেয়াদে এটি ৬৫তম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে।
মুখ্যমন্ত্রীর এই তিন জেলা সফরও প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে ‘তাৎপর্যপূর্ণ’। সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে। তার পর মমতার কর্মসূচি রয়েছে মালদহে। সেই জেলার কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। লোকসভা ভোটের পর প্রথম মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা। এ বারই প্রথম বহরমপুর আসন জিতেছে তৃণমূল। পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। মুর্শিদাবাদের কর্মসূচি থেকে মমতা কী রাজনৈতিক বার্তা দেন, সে দিকেও নজর রয়েছে।
মলদাহে এক সপ্তাহের ব্যবধানে দুই তৃণমূল নেতা খুন হয়েছেন। ইংরেজবাজারের নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী আগেই পুলিশ-প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছিলেন। সেই ঘটনার পরে এই প্রথম মালদহে যাচ্ছেন মমতা। ফলে মালদহ থেকে মুখ্যমন্ত্রী কী বলবেন, তা-ও গুরুত্বপূর্ণ।
আলিপুরদুয়ার সফরও উল্লেখযোগ্য। এ বারই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অতীতে কখনও এই আসনে জোড়াফুল ফোটেনি। যদিও সাত মাস আগে লোকসভা ভোটে আলিপুরদুয়ারে হারতে হয়েছিল তৃণমূলকে। সন্দেহ নেই, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মমতা প্রশাসনিক স্তরে ঝাঁকুনি দিতে শুরু করেছেন। জেলা সফরকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখা হচ্ছে। আবার সেই সফর শেষ করেই মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন তিনি।