Mamata Banerjee

Mamata Banerjee: ১৫ জুন দিল্লিতে বিরোধী বৈঠক ডাকলেন মমতা, সনিয়া, বিজয়ন-সহ ২২ অ-বিজেপি নেতাকে ডাক

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সম্মিলিত বিরোধীদের রণকৌশল কী হবে, তা স্থির করতে বুধবার দিল্লিতে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৭:০৮
Share:

ফাইল ছবি।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের রণকৌশল স্থির করতে ১৫ জুন দিল্লিতে বিরোধীদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনই তাঁর দিল্লি যাওয়ার কথা। আলোচনায় অংশ নিতে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন-সহ দেশের ২২ জন বিরোধী নেতানেত্রীকে চিঠি দিয়েছেন মমতা।

Advertisement

সূত্রের খবর, ১৫ জুন দিল্লির কন্সস্টিটিউশন ক্লাবে বৈঠকের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, ওড়িশার নবীন পট্টনায়ক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, এনসিপি প্রধান শরদ পওয়ার-সহ ২২ জন বিরোধী নেতানেত্রীকে বৈঠকে বসার ডাক দিয়ে চিঠি দিলেন মমতা। বৈঠকে বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। কার কী মতামত, তা-ও জানতে চান তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement