Mamata Banerjee

জল জীবন মিশন নিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে গ্রামীণ প্রায় ১.৭৫ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছনোর কথা। এখনও পর্যন্ত তা হয়েছে প্রায় ৯৩.৫০ লক্ষ পরিবারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৭:৫০
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

জল জীবন মিশনের আওতায় নল পাতা হলেও, সর্বত্র জল পৌঁছয়নি বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর নির্দেশ, মাটি পরীক্ষা না করে যাঁরা সবিস্তার প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। সেই দায়িত্ব এসটিএফ এবং রাজ‍্য পুলিশের ডিজিকে দিয়েছেন তিনি। এ দিন সব জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সব দফতরগুলির সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় পাইপ পাতা হলেও জল পৌঁছয়নি। জলের উৎস সন্ধান না করেই এই সব কাজ করা হয়েছে।

Advertisement

রাজ্যে গ্রামীণ প্রায় ১.৭৫ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছনোর কথা। এখনও পর্যন্ত তা হয়েছে প্রায় ৯৩.৫০ লক্ষ পরিবারে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও, এই পরিস্থিতিতে তা সম্ভব নয়। তবে নবান্নের নির্দেশ, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষের চেষ্টা করতে হবে। এ দিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, জলের নল কেটে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে কিছু এলাকায়। মমতার নির্দেশ, ‘‘অনেকে নল বসাতেও বিরোধিতা করছে। স্বার্থ থাকতে পারে। রাজ্য পুলিশের ডিজি বিষয়টি দেখবেন। কাউকে ছাড়া হবে না। মুখ্যসচিব, ডিজি ছাড়াও অর্থ, ভূমি, পঞ্চায়েত, জনস্বাস্থ্যকারিগরি দফতর প্রকল্পের কাজ একসঙ্গে করবে। কোনও পঞ্চায়েতেরও নল বসানোর কাজে বাধা দেওয়ার অধিকার নেই। জলের গুণমানের পরীক্ষাও করাতে হবে নিয়মিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement